টেকনাফে হাইস্কুলে অভিভাবক সমাবেশে মেয়র- সমন্বিত প্রয়াস ছাড়া বিকল্প কোন পথ নেই

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আশেকউল্লাহ ফারুকী:টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি এবং টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের যোগ্যতার সিডি বেয়ে উঠতে হলে, সমন্নিত প্রয়াস ছাড়া বিকল্প কোন পথ নেই। শুধু মাত্র শিক্ষকদের দিকে চেয়ে থাকলে হবেনা। অভিভাবক হিসাবে ছেলের প্রতি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্নিত প্রয়াত এবং অবিষ্ঠ লক্ষ্যে পৌছতে, দিক নির্দেশনা এবং আন্তরিকতার মাধ্যমে যারা একাজ করবে, সে সব প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সফলতা অর্জন করতে পারবে। শিক্ষকেরা হচ্ছে, মানুষগড়ার কারিগর এবং পিতা-মাতা হচ্ছে, একটি পরিবারের প্রথম শিক্ষক। আদর্শিক এবং তদারকী ছাড়া এ সফলতা অর্জন করা অসম্বব্য। গত ২৪ সেপ্টম্বর সকাল ৯টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দশম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান শিক্ষক নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পৌর আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, হাজী আব্দুল গফুর শরীফ। অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক মোঃ আশেকুল্লাহ ফারুকী, মোঃ জিয়া মোঃ আব্দুর রহীম, প্রমূখ। আগামী ২০১৮ সালে এস,এস,সি পরীক্ষা উপলক্ষে নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি, লেখাপড়ার মানোন্নয়ন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক/শিক্ষিকা অভিভাবক ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।