Thursday, January 20, 2022
Homeটপ নিউজটেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পিএইচডির অর্ধবার্ষিকী সভা

টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পিএইচডির অর্ধবার্ষিকী সভা

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফে এনজিও সংস্থা পিএইচডির অর্ধবার্ষিকী জিও-এনজিও সমন্বয় সভা ২২ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ ৫০ শয্যা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমন বড়ুয়ার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতি পুর্ণ চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আশীষ বোষ,উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী। পিএইচডির ইউএফ রিদুয়ানুল আজিজের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোঃ দেলোয়ারের পবিত্র কোরআন তেলাওয়াত শেষে ও পরিচিতি পর্বের পর উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতি পুর্ণ চাকমা। এতে পিএইচডির কার্যক্রম বিস্তারিত ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উখিয়া-টেকনাফের ফিল্ড কো-অর্ডিনেটর শীলানন্দ বড়ুয়া টিটু। সভায় সরকারী কর্মকর্তাদের মধ্যে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম,সমাজসেবা অফিসের প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন আর এনজিওদের মধ্যে হ্নীলা এফডিএসআরের ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌ,রেডিও নাফের স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন ও অনুষ্ঠান প্রযোজক হারুন রশিদ,আইন সহায়তা কেন্দ্রের ফিল্ড অফিসার তরিকুল ইসলাম তারেক ও সহকারী মোঃ মহসিন,ওসিসির প্রোগ্রাম অফিসার সুব্রত সরকার,আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ সুপারভাইজার অমিত বণিক,মেরী স্টোপস ক্লিনিক ম্যানেজার তাতু বড়ুয়া,শেডের পরিচালক বাথাই মং,হিতৈষী বাংলাদেশের ম্যানেজার মোঃ জিয়াউল হক সরকার,এসিএফ”র সিনিয়র প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর কবির ও উপজেলা ম্যানেজার এসএম ইউএ মামুন,ব্র্যাকের প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,বিজিএসের প্রতিনিধি জেসমিন আক্তার জুই,বামাকস এর প্রজেক্ট অফিসার তারিকুল চৌঃ সহ অনেকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments