নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে পিটুনিতে মুজিব উল্লাহ(১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। নিহত ছাত্রের পিতা মো. আব্দুল্লাহ বাদী হয়ে রোববার দুপুরে টেকনাফ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এতে জাহেদ উল্লাহকে প্রধান আসামী করে নামীয় ৪ জন ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উক্ত মামলার এজাহার নামীয় এক আসামীকে আটক করেছে পুলিশ। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, রোববার বিকালে দক্ষিন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার আসামী মৃত জালাল আহমদের পুত্র কবির আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত শুক্রবার সকালে টেকনাফের নয়াপাড়া আলহাজ্ব নবী হোছাইন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মুজিব উল্লাহ সেন্ডেল লুকিয়ে রাখার মতো তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে একই এলাকার জাহেদ উল্লাহ সহ কয়েকজন মিলে। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
