টেকনাফে সোয়া ৮কেজি তিমির বমিসহ আটক-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ মাস আগে

হুমায়ূন রশিদ : টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূলীয় এলাকা হতে সোয়া ৮কেজি তিমির বমিসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

সুত্র জানায়, গতকাল ৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭শ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজার পাড়া দিয়ে চোরাই মালামাল গোপন সংবাদের ভিত্তিতে ২টি চোরাচালান প্রতিরোধ টহল দল গিয়ে কৌশলী অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর এক ব্যক্তি ১টি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজারপাড়ার দিকে আসতে দেখলে বিজিবি জওয়ানেরা ঘেরাও করে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১টি বালতি হতে বিক্রয় নিষিদ্ধ ৮.৩৯৮ কেজি অ্যাম্বারগ্রিস/তিমি মাছের বমিসহ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নির আহমদের পুত্র শামসুল আলম (৩৫) কে গ্রেফতার করে। জব্দকৃত অ্যাম্বারগ্রিস/ তিমির বমির মূল্য আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

পরে উদ্ধারকৃত অ্যাম্বারগ্রিস/তিমি মাছের বমি কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়। উল্লেখ্য,উক্ত অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমানিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে চোরাকারবারী যেকোন ভাবে গ্রহণ করে এবং বাংলাদেশে নিয়ে আসে। এছাড়াও আটক আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের নিকট বিক্রির চেষ্টা করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,উক্ত অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করতঃ আটককৃত আসামীকে মোবাইল ফোনসহ তার বিরুদ্ধে অ্যাম্বারগ্রিস / তিমি মাছের বমি অবৈধভাবে নিজ হেফাজত রাখা ও চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ###