Thursday, January 20, 2022
Homeটপ নিউজটেকনাফে সামাজিক বাগান উপকার ভোগীদের সভা অনুষ্টিত

টেকনাফে সামাজিক বাগান উপকার ভোগীদের সভা অনুষ্টিত

আবুল কালাম আজাদ, টেকনাফ |
উপকূলীয় এলাকার লোকজনদের জানমালের একমাত্র হাতিয়ার হচ্ছে বন। বন যেমন প্রয়োজন তেমনি বনায়নের ও প্রয়োজন রয়েছে। বনজ সম্পদ গরীব, ধনী, দরিদ্র সকলেরই প্রয়োজন। তাই সকলকে বনায়নে অংশ নেওয়ার জন্য টেকনাফ রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব আহবান জানিয়েছেন। তিনি গত ১১ নভেম্বর সি, আর, পি-এ, আর, পি প্রকল্পের আওতায় ২০১৪-১৫ আর্থিক সনের সামাজিক বাগানের উপকার ভোগীদের সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা গুলো বলেন। টেকনাফ উপজেলার পৌরসভার নাইট্যং পাড়া উপকার ভোগী বুজুরুজ মিয়ার বাড়ীর উঠানে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন টেকনাফ সদর বন বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহা আলম মিয়া, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরওয়ার আলম, উপস্থিত ছিলেন সকল বন প্রহরী, স্থানীয় মৌঃ আবদুল গফুর, মোঃ রফিক, হেডম্যান সৈয়দ মাস্টার, আবদুল হক, বাচা মিয়া, হাবিবউল্লাহ, রহিম উল্লাহ, ফজল আহমদ, ফরিদ আলম, বুজুরুজ মিয়া, মৌঃ জহির, মোঃ ইসমাইল, মোঃ আলম, আনোয়ার ও জুহুর আলম প্রমুখ। সভা শেষে ২৫ হেক্টর সামাজিক বাগানের উপকার ভোগীদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এরা হচ্ছেন হাফেজ আবদুল গফুর সভাপতি, বুজুরুজ মিয়া সহ সভাপতি, সাংবাদিক আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক, ফরিদ আলম সহ সাধারন সম্পাদক, মোঃ আলম কোষাধ্যক্ষ, ফজল করিম ও কালা মিয়া সদস্য।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments