ফরিদুল আলম : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এসময় আরো এক মাদক কারবারী পালিয়ে যায়।
সুত্র জানায়,গত ২৯জানুয়ারী রাত ১০টায় কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মহেশখালীয়াপাড়া জিরো পয়েন্ট হতে মেরিন ড্রাইভগামী রাস্তার সী-বীচ পয়েন্ট মোড়ে ভাই ভাই ষ্টোরের নিকট অভিযান চালিয়ে কক্সবাজার সদরের মধ্যম লাইট হাউসের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র তোফায়েল আহমেদ ওরফে রুবেল (৩৫) এবং টেকনাফ সদর ইউপির কচুবনিয়ার কবির আহমদের পুত্র মোঃ জিয়াবুল (২১) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে ১৭কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর সামান্য পূর্বে ১জন মাদক ব্যবসায়ী দ্রæত অন্ধকারে পালিয়ে যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয় ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###