টেকনাফে সাগরে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েই এক জেলে এখনো নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন এখনো সন্ধান চালিয়ে যাচ্ছে।

১ আগস্ট রবিবার ভোরে সদর ইউনিয়ন লম্বরী নৌকার ঘাট থেকে সাগরে মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবে আদর্শ গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ বাবুল (২৭) নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মোঃ বাবুলের ভাই মোঃ ইলিয়াস জানান,আমার ভাই দীর্ঘদিন যাবত টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার নুর মোহাম্মদ প্রকাশ (শুনুম্মত) এর নৌকা দিয়ে সাগরে মাছ শিকার করতেন। আমার ভাই অসুস্থ হওয়ার কারণে মাছ শিকার করতে যেতে না চাইলে নুর মোহাম্মদ এর ছেলে মোঃ হেলাল উদ্দিন জোরপূর্বকভাবে নৌকাতে তুলে দিয়ে সাগরে পাঠিয়ে দেন।

সাগরে যেতে না যেতে নৌকাটি ডুবে যায়। নৌকাতে ৬ জন জেলে ছিল ৬ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে চলে আসলেও আমার ভাই সাগরের পানিতে ভেসে যায় এখনো ভাইকে খুঁজে পাইনি।

টেকনাফ মৎস্য অফিসার দেলুয়ার হোসেন জানান টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী ঘাট থেকে সাগরে যে নৌকাটি ডুবে গেছে সে বিষয়টি আমি অবগত রয়েছি।