টেকনাফে সহ ব্যবস্থাপনা দিবস পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ডেস্ক নিউজ : টেকনাফে সহ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে।
২৩ মার্চ সকাল ১০ টায় কেরনতলী ভিসিএফ, টেকনাফ সদর বনবিট, টেকনাফ রেঞ্জ বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনার উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

সভায় টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বনবিভাগের প্রতিনিধি, কেরনতলী ভিসিএফ ও বনপাহারা দলের (সিপিজি) প্রায় সত্তর জন্য উপস্থিত ছিলেন।

দিবস উদযাপনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল্লাহ জাহেদ লিটন, খুরশিদা বেগম, নুরুল আমিন, জালাল উদ্দীন ও কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম ও সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান।