টেকনাফে শিশু আলো হত্যার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিনিধি-২২ অক্টোবর

কক্সবাজারের টেকনাফে আলোচিত শিশু আলী উল্লাহ আলো হত্যা মামলায় ফাঁসির দন্ড প্রাপ্ত পলাতক আসামী নজরুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকার নবী হোছনের ছেলে।

শনিবার (২২ অক্টোবর) গভীর রাতে এলাকাবাসীর সহযোগীতায় নিজ ঘর থেকে তাকে আটক করা হয়েছে। সে ওই মামলার ৫ নাম্বার আসামী বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, আসামী নজরুল আলো হত্যা মামলায় দ্বীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। সে ওই হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী। অবশেষে এলাকাবাসীর সহযোগীতায় তাকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ বিএনপি নেতা আবদুল্লাহর শিশু পুত্র আলোকে জবাই করে খুন করা হয়। উক্ত মামলায় চলতি বছর ১১ মে আদালত ৬ জনকে ফাঁসির আদেশ এবং দুই জনকে বেকসুর খালাস দেন।