টেকনাফে শহরে জুয়েলারী শপে অগ্নিকান্ড

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

খাঁন মাহমুদ আইউব : টেকনাফ শহরে জুয়েলারী মার্কেটের গোল্ড প্রিয়া জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকানে আগুন লেগেছে।বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকান মালিক রঞ্জিত বাবু জানান,রবিবার সকাল পৌনে ১০টার দিকে পৌরসভার লামার বাজার মদিনা সিটির উত্তর পাশে চইট্টং মার্কেটে গোল্ড প্রিয়া জুয়েলার্সের বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্থের মধ্যে দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে।আগ্নিকান্ডের সংবাদে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারীদের সহযোগীতায় দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে।
তিনি অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৭০/৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন।জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি সজল ধর জানান,এই মার্কেট সহ পার্শ্ববর্তী আরো অন্তত ২০টির মতো জুয়েলার্স রয়েছে।পথচারীরা এগিয়ে আসাতে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা।