মো.শফি/আরাফাত সানী, টেকনাফ :
টেকনাফে ব্র্যাকের আয়োজনে ও গ্লোবাল এফায়ারস কানাডার অর্থায়নে লাভলীহুড সাপোর্ট এন্ড ওম্যান এমপাওয়ারম্যান্ট প্রকল্পের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জুলাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা ব্র্যাক অফিসের হোস্ট কমিউনিটি প্রোগ্রাম হেড মোহাম্মদ রাকিবুল বারী খানের সভাপতিত্বে ব্র্যাকের কক্সবাজার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও প্রতিনিধি সুজনের সঞালনায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনছুর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, ব্র্যাকের হেড অব অপারেসনস খালেদ মোর্শেদ।
সভায় ইউপি মেম্বারগণ, কৃষকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাকের শুরু হওয়া নতুন প্রজেক্টের কার্যক্রমের উপরে তাদের পক্ষ থেকে ভিডিও প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়।
পরিশেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনছুর তাদের কার্যক্রমের উপর সন্তুুষ্ট হয়ে ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।