খাঁন মাহমুদ আইউব : টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ২৫০ পিস ইয়াবসহ মোঃ শাহিন (৩৮) কে আটক করেছে র্যাব।
১০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৭।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৪৯ হাজার ২৫০ পিস ইয়াবাসহ মোঃ শাহিন (৩৮) নামক এক মাদক কারবারীকে আটক করে।
আটক কারবারীকে জব্দকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।