মুহিব উল্লাহ মুহিব : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরী হুইস্কি ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৭ অক্টোবর রাত ১১টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউপির বরইতলীস্থ চাইল্যাতলী ব্রীজের পশ্চিম পার্শ্বের একদল মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে অভিযান চালালে স্থানীয় ইসমাঈলের পুত্র মোঃ সাদেক (১৯) কে মিয়ানমার থেকে আসা ২৪ বোতল হুইস্কি এবং ২শ ৫৪ ক্যান বিয়ার জাতীয় মাদকসহ আটক করে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন। ##