টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ পাচারকারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৬ নভেম্বর সকাল সোয়া ৭টায় র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী র‌্যাব ক্যাম্পের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে বাহারছড়ার মৃত আলী আহমদের পুত্র মোক্তার আহমদ (২৮) কে আটক করে। তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ৪লক্ষ ৭৫হাজার টাকা।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫এর মিডিয়া (সহকারী) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। #