টেকনাফে র্যাবের অভিযানে ১লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মাও. মো. জোবাইর, টেকনাফ : টেকনাফে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ধৃত ব্যক্তি টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।
অভিযান পরিচালনাকারী র‌্যাবের টেকনাফ ক্যাম্পের (ক্যাম্প-১) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) লেফট্যানেন্ট মির্জা শাহেদ মাহতাব জানান, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদ পায়। ওই সংবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।