হুমায়ূন রশিদ : টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্য সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটারগান এবং ১শ ৪৬রাউিন্ড তাজা বুলেটসহ ৩জন আরএসও সদস্যকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৯অক্টোবর (সোমবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফে দায়িত্বরত ১৬এপিবিএনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ জামাল পাশার নেতৃত্বে একটি টিম উনছিপ্রাং ক্যাম্পের সি/৫ বøকের পাহাড়ের ঢালে অভিযান চালিয়ে আরএসও সদস্য সি/৫ বøকের ৭৫৩নং ঘর এফসিএন : ৪০৪৬৫১ এর বাসিন্দা মনির আহমদের পুত্র কামাল হোসেন (২৭), সি/২ বøকের ৩৪০নং ঘর এফসিএন : ২৪৯১৪৯ এর বাসিন্দা আব্দুল শুক্কুরের পুত্র অজিউর রহমান (১৮) এবং বি/৪ বøকের এফসিএন :২৪৫৬৮৪ এর বাসিন্দা তাজিমুল্লাহর পুত্র মুজিবুর (১৭) কে আটক করা হয়। ধৃতদের হেফাজত হতে ৩টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ১শ ৪৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ১৬এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান,অবৈধ অস্ত্র ও তাজা বুলেটসহ আটককৃতদের দূবৃর্ত্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন। ###