বিশেষ প্রতিবেদক : টেকনাফে বনবিভাগ, নেচার লাইফ প্রজেক্ট এবং সিপিজির যৌথ পাহারা অভিযান চালানো হয়েছে। এতে বনের জমিতে অবৈধভাবে স্থাপনকৃত পান বরজ, বিদ্যুৎ সংযোগ দেওয়া কাঁচা ও পাকা বাড়ী উচ্ছেদ করা হয়। এছাড়া বনের ভেতরে অবৈধ পন্থায় মওজুদ করা পাথর জব্দ করা হয়।
সুত্র জানায়, ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বন, বনজ সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় যৌথ পাহারা অভিযান বন বিভাগ এর সহযোগিতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে টেকনাফ সদর বন বিটের বিট কর্মকর্তা মনোয়ার হোসেন, বন প্রহরী ও নাইট্যংপাড়া – মাঠপাড়া সিপিজির ৪০ জন সদস্য, নেচার এন্ড লাইফ প্রকল্পের সুশাসন ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপক মোঃ আল ইমরান বিন একরাম, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান এর অংশগ্রহণে যৌথ অভিযানকালীন বনবিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপন কৃত ৮টি পান বরজ, ৩টি অবৈধভাবে বনের জমিতে বিদ্যুৎ সংযোগ সহকারে স্থাপনকৃত ৩টি কাঁচা ও পাকা বাড়ী।যেখানে পল্লী বিদ্যুত কতৃক বৈদ্যুতিক সংযেগ প্রদান করা হয়েছে।এছাড়া প্রায় ৫শ ঘণফুট পাহাড়ী পাথর জব্দ করে বন কার্য্যালয়ে নিয়ে আসা হয়।