টেকনাফ টুডে ডটকম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে নৌকা প্রতিকের প্রার্থী শাহিন আক্তার কে জয়যুক্ত করতে বিশাল মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ও নুর হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মিছিলটি বিকাল ৩টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে টেকনাফ উপরের বাজার, উপজেলা কমপ্লেক্স, পল্লান পাড়া ও টেকনাফ বাস স্টেশন হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল আলম, সাধারন সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার মার্কার সমর্থনে টেকনাফ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ যৌথভাবে দিন-রাত মাঠে ময়দানে নির্লসভাবে প্রচারণা, পথসভা, মতবিনিময়, উঠান বৈঠক, কর্মীসভা ইত্যাদি পড়চারণামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্র স্ব-স্ব ওয়ার্ডের যুবলীগ ছাত্রলীগ কর্মীদের পাহাড়া দেওয়ার নির্দেশ দেন যাতে জামাত-বিএনপির ষড়যন্ত্র নাশকতা বিরুদ্ধে সোচ্চার থাকতে পারে। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সাথে নিয়ে যুবলীগ ছাত্রলীগ নেতাকমীরা ঘরে ফিরবেন বলে বক্তরা প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে খন্ড খন্ড মিছিল সহকারে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা যুবলীগ কার্যালয়ে জড়ো হতে থাকে।
এতে টেকনাফ পৌর যুবলীগ আহবায়ক তোয়াক্কুল হোসেন, যুগ্ন আহবায়ক মো. হোসেন কাউন্সিলর, মো. আব্দুল্লাহ, সদর যুবলীগ সভাপতি আব্দুল ফারুক, সাধারন সম্পাদক মো. ইয়াকুব, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম শকু, সাধারন সম্পাদক মো. সোহেল সহ পৌরসভা ও সদর ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে…