টেকনাফে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়কগণের নেতাকর্মীদের বহর নিয়ে যোগদান

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ মাস আগে

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টেকনাফ উপজেলা শাখার বিশাল যুব সমাবেশে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়কগণের নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের বহর নিয়ে যোগদান করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে স্বার্থক করে তুলেছেন।

২৭অক্টোবর বিকালে টেকনাফ উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়। বাদে জোহর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ ইলিয়াছ বুলবুল, যুগ্নআহবায়ক মোঃ শাসুদ্দিন, জামাল হোছাইন, মোঃ আলম শাহীন ও মামুন সিকদারের নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সাবেক মক্কা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহবায়ক গিয়াস উদ্দিন হায়দার শামীম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসু উদ্দিন বাহাদুর বাদলের সমন্বয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল বহর শ্লোগানে মুখরিত করে উক্ত সমাবেশে যোগদান করে।

এসময় হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাশেম, সিনিয়র যুগ্মআহবায়ক হাফেজ মোহাম্মদ ইব্রাহীম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য মোহাম্মদ আবছার উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জুনায়েদ প্রকাশ সোনামনি। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আওতাধীন সাংগঠনিক ২নং ওয়ার্ডের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মিছবাহ উদ্দিন সোহেল, সিনিয়র যুগ্মআহবায়ক ফায়সাল, ৩নং ওয়ার্ডের সদস্য সচিব আব্দুল্লাহ মোনাফ, ৪নং ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ নুর, সদস্য সচিব নুর কবির, ৬নং ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ আকরাম,মোঃ সাইফুল আলম,মোহাম্মদ আমিন,৭নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল হক, সদস্য সচিব মাঈন উদ্দিন, ৮নং আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন উদ্দীন, টেকনাফ উপজেলা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ আমিন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

J 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বিকাল ৩টায় টেকনাফ পৌর বাসষ্টেশনের হোটেল রাজমহলের সামনে মাঠে উপজেলা যুবদলের সভাপতি মোঃ কাইয়ুমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কবল থেকে দেশ রক্ষা করা হয়েছে। আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার বিনিময়ে এই দেশকে সকল ধর্মের,বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সর্তক থাকতে হবে। অত্র অঞ্চলে আগামীতে যাতে কোন ধরনের অপহরণ,নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনা না ঘটে সেই ব্যাপারে দলের নেতাকর্মীদেও অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। কোন ধরনের অনিয়ম-দূর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিবেন না। স্বৈরাচার আওয়ামী লীগের কিছু প্রেতাত্না মিলে দলের মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এই বিষয়ে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। ###