টেকনাফে মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ২১ জুলাই শনিবার বেলা ২টা থেকে সমুদ্র সৈকতের লম্বরী ও পর্যটন বাজার সংলগ্ন বেশ কয়েকটি মৎস্য ঘাটে এ অভিযান চালানো হয়। এসময় ঘাটে অবস্থান করা বেশ কিছু ফিশিং বোটে তল্লাশী চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল গুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল তাৎক্ষনিক পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। এস আই নাজিম উদ্দিনের নেতৃত্ব টেকনাফ থানা পুলিশে একটি টিম অভিযানে সহায়তা করেন।