টেকনাফে মুন্ডার ডেইল ঘাটের ইয়াবা উদ্ধারের ঘটনায় মনু মিয়া ও হোসন মাঝিকে পলাতক আসামী করে থানায় মামলা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফে মুন্ডার ডেইল ঘাটের ইয়াবা উদ্ধারের ঘটনায় মনু মিয়া ও হোসন মাঝিকে পলাতক আসামী করে থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

জানা যায় যে, ইয়াবার একটি চালান মায়ানমার হতে টেকনাফ এর সাবরাং ইউপিস্থ মুন্ডারডেইল ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল আজ ২১ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকার সময় দ্রুত বর্ণিত স্থানে গমন করে মুন্ডারডেইল ঘাটে বঙ্গোপসাগর হতে মাছ ধরে ফেরত আসা সকল প্রকার নৌকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীকালীন একটি ইঞ্জিন চালিত নৌকায় আরোহিত মাঝিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নেমে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল উক্ত নৌকাটি তল্লাশী করে নৌকায় রক্ষিত কারেন্ট জালের ভেতর লুকায়িত অবস্থায় ২৯,৮৩,৮০০/- (উনত্রিশ লক্ষ তিরাশি হাজার আটশত) টাকা মুল্যমানের ৯,৯৪৬ (নয় হাজার নয়শত ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ) হাজার টাকা মূল্যমানের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা মূল্যমানের ০৪ কেজি কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩২,৬৫,৮০০/- (বত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত) টাকা। পালিয়ে যাওয়া পলাতক আসামীদের নাম ও ঠিকানা। (১) মোঃ মনু মাঝি (৩৫), পিতা- মোঃ খবির (২) মোহাম্মদ হোসেন মাঝি (৩২), পিতা- মোঃ জাফর আলম উভয়ের গ্রাম- মুন্ডারডেইল, ডাকঘর- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

পলাতক আসামীরা নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ইঞ্জিনচালিত নৌকা ও কারেন্ট জাল টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে।