টেকনাফে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ইউএনও’র বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
মুক্তিযোদ্ধা সংসদ টেকনাফ উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার বেলা ১২টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার আয়ুব বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ।
মুক্তিযোদ্ধা নুরুল হুদার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ টেকনাফ উপজেলা কমান্ডার মোঃ জহির আহমেদ, মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (কক্সবাজার দক্ষিণ) সরোয়ার আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ন চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, টেকনাফ পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, মানবাধিকার নেত্রী মনোয়ারা মুন্নী সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগন, সংবাদকর্মীগন এতে উপস্থিত ছিলেন।
আবুল কালামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিদায়ী অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কামরুন নাহার সুমা। বিদায়ী অতিথিকে মুক্তিযোদ্ধাদের পক্ষে লুৎফর রহমান, শহীদ পরিবারের পক্ষ থেকে মোঃ শাহজাহান ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তাহেরা বেগম পুস্পমাল্য প্রদান করেন।
Teknaf pic_1