টেকনাফে মালয়েশিয়া গমনের চেষ্টাকালে পৃথকভাবে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে সাগর উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে পৃথক অভিযানে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ৩এপ্রিল ভোর ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের হাবিলদার আবুল কালাম গোপন সংবাদে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া উপকূলে নৌকার জন্য অপেক্ষমান ২জন পুরুষ, ৯জন মহিলা ও ২জন শিশুসহ ১৩জন রোহিঙ্গা মালয়েশিয়াগামীকে উদ্ধার করে।
অপরদিকে গত ২ এপ্রিল রাত ৮টারদিকে একই বিওপির টহল দল কাটাবুনিয়া খালের মুখে অভিযান চালিয়ে ১জন পুরুষ,৭জন মহিলা ও ৬জন শিশুসহ ১৪জন বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমান অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার নিশ্চিত করেন।