টেকনাফে মাদকের চালান আনতে গিয়েই বিজিবির হাতে আ*ই*স ই*য়া*বা কাঠের নৌকা ও কারেন্ট জালসহ আটক-২

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে রাতের অন্ধকারে নাফনদী অতিক্রম করে মাদকের চালান আনতে গিয়েই আইস, ইয়াবা, কাঠের নৌকা ও কারেন্ট জালসহ স্থানীয় দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,২৯জুলাই (শুক্রবার) ভোররাত পৌনে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির মাদক-চোরাচালান প্রতিরোধ টহল দলের সদস্যরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে আনোয়ার প্রজেক্ট এলাকায় বেড়িবাঁধের আঁেড় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদীর শূণ্যরেখা অতিক্রম করে ১টি কাঠের নৌকা বাংলাদেশ সীমান্তে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দূবৃর্ত্ত দল নিরুপায় হয়ে নৌকা ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা রঙ্গিখালীর আবুল কাশেমের পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (২০) এবং নুর মোহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (১৯) কে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে ১৫ কেজি কারেন্ট জাল বোঝাই কাঠের নৌকার পাঠাতন হতে ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে ১কেজি ৬৩গ্রাম আইস ও ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার সর্বসাকূল্যে বাজার মূল্য ৫কোটি ৯১লক্ষ ৬৫হাজার টাকা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত কাঠের নৌকা ও কারেন্ট জাল হ্নীলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং আইস ও ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, হ্নীলা নাটমোরা পাড়া, চৌধুরী পাড়া, ঊলুচামরী কোনার পাড়া, রঙ্গিখালী লামার পাড়া এবং বৃহত্তর আলীখালী এলাকার চিহ্নিত মাদক কারবারীরা উক্ত প্রজেক্টের কতিপয় স্টাফের সাথে আঁতাত করে আদম পাচার ও মাদকের চালান খালাসের মতো ঘৃণ্য কর্মকান্ডে জড়িত বলে বিভিন্ন স্তরে কানা-ঘুঁষা চলছে দীর্ঘদিন ধরে। ###