টেকনাফে মাছের ঝুঁড়িতে ইয়াবা ; থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক-২

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে মাছ শিকারী জেলের ভানধরে ঝুঁড়ির ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,গত ৮জানুয়ারী(শুক্রবার)রাত পৌনে ১২টারদিকে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ায় অভিযান চালিয়ে জেলের বেশ ধারণ করে ঝুঁড়িতে করে পাচারের ৪০হাজার পিস ইয়াবাসহ হোয়াইক্যং কাঞ্জর পাড়ার মোঃ জাকারিয়ার পুত্র নূরুল ইসলাম প্রকাশ নূর ইসলাম (৩০) ও টেকনাফ পৌর এলাকার খানকার ডেইলের মৃত মোঃ শাব্বির আহমদের পুত্র জামাল হোসেন (৩৫) কে আটক করে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মোঃ হাফিজুর রহমান নিশ্চিত করেন। ###