কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ |
টেকনাফে মাছের খাদ্যবাহী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৭শ ৭৩ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের রবিবার রাতে টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছে টেকনাফের কচ্ছপিয়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মোঃ ইলিয়াছ(৫২), ট্রাকের চালক বড় হাবিরপাড়া এলাকার মোঃ হোসেন(৩৩) ও হেলপার হাবির ছড়া এলাকার মোঃ রফিক (২৫)। এছাড়া পলাতক আসামী করা হয়েছে কচ্ছপিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ হোসেন(২৫) কে। বিজিবি জানায় রবিবার বিকালে টেকনাফ শামলাপুর সড়কের কচ্ছপিয়া এলাকায় কক্সবাজারগামী ট্রাকটিতে তল্লাশীকালে চালকের কেবিনে থাকা একটি প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এঘটনায় ৩১০ বস্তা মাছের খাদ্যসহ ট্রাকটি টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়ের করা হয়েছে।