গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র্যাব সদস্যরা ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মহিলাকে আটক করেছে।
সুত্র জানায়, ৫ অক্টোবর রাত সোয়া ৩টায় র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরান পল্লান পাড়ায় জনৈক রাশেদ মুন্সীর ভাড়া বাসায় অবস্থানকারী মৃত ছলিমের স্ত্রী রশিদা (৪২) ও কেকে পাড়ার হোসেন আলীর স্ত্রী তৈয়বা বেগম (৩৮) প্রকাশ বুইল্লানী এর কক্ষ তল্লাশী চালিয়ে পাচারের জন্য মওজুদ রাখা ১০ কেজি গাঁজাসহ উক্ত দুই ভাড়াটে মহিলাকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ (এক্স) পিপিএম,বিএন মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন।