ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫জুন ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং শিলবনিয়া পাড়াস্থ আব্দুল হাকিম আলীর ভাড়া বাসায় সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপের মৃত এজাহার মিয়ার স্ত্রী আমিনা খাতুন (৪০) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ###