টেকনাফ টুডে ডটকম :
টেকনাফের বিভিন্ন ভাড়াবাসায় অবস্থানরত ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতে ভাড়াটিয়াদের ছবিসহ যাবতীয় তথ্য অবিলম্বে থানায় জমা দিতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। শনিবার টেকনাফ পৌর এলাকাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মাইকিং করা হয়েছে। এতে বলা হয় উপজলার বিভিন্ন ভাড়া বাসায় রোহিঙ্গাসহ বিভিন্ন অপরাধীরা অবস্থান করছে বলে খবর পাওয়ার প্রেক্ষিতে এধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।