টেকনাফে ‘বিশ্ব পানি দিবস’ ১৭ পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এস এম ইসলাম’: অপব্যয়িত পানি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টেকনাফে বিশ্ব পানি দিবস ২০১৭ পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষ্যে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মানবিক সংস্হা সলিডারিটিস ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগীতায় র্যালীত্তোর আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসাইন,একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার,জনস্বাস্হ্য প্রকৌশলী কে মার্মা,সলিডারিটিস ফিল্ড কোঅরডিনেটর রিকার্ডো,প্রজেক্ট ম্যানেজার ফ্যানি,ডিপুটি ফিল্ড কোঅরডিনেটর কামরুজ্জামান সুজন,ডিপুটি প্রজেক্ট ম্যানেজার হারুন,শরীফ প্রমূখ। আলোচনা সভা শেষে পানির উপর ভিত্তি করে সলিডারিটিস পরিবারের অংশগ্হনে একটি পটনাটিকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্হনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।