ডেস্ক নিউজ :
টেকনাফে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা পরিষদ।
এ উপলক্ষে বধুবার (৬ নভেম্বর)দুপুরে উপজেলা পরিষদ মিলনয়াতনে হাফেজ মুহাম্মদ আয়ুবের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজারনুরল আফসারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল হাসান, সংবর্ধিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক স¤পাদক এ এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আলহাজ্ব নুরুল বশর, বিদায়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিল ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেনএমএ, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী, রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোসাইন, পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, সাংবাদিক জাবেদ ইকবাল, সাইফুল ইসলাম সাইফী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জিয়াউর রহমান জিয়া, টেকনাফ শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক তোয়াক্কুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।
বিদায়ী ইউএনও মোঃ রবিউল হাসান বলেন, চাকরির নিয়ম অনুযায়ী বদলী হওয়া স্বাভাবিক । আমি ২০ মাসের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, এই এলাকা আমার আগে থেকে পরিচিত। এই টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যা¤েপ আমি দীর্ঘদিন চাকরি করেছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসার ও তথা টেকনাফবাসীর সহযোগিতা কামনা করেন। সভাপতির সমাপনী বক্তব্যে নুরুল আলম বলেন, টেকনাফবাসীর ভালোবাসার মেলবন্ধন অটুট রাখতে হলে সবাইকে খোলামনে জনগনের কল্যাণ ও সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করতে হবে। আশাকরি বিদায়ী ইউএনওর মতো নবাগত ইউএনও ভালো কাজের মাধ্যমে অবশ্যই যোগ্যতার স্বাক্ষর রাখবেন। টেকনাফবাসীর পাশে থাকবেন। সরকারি চাকরি করলে ষ্টেশন বদল স্বাভাবিক নিয়ম। কিন্তু ভাল কাজ করলে কেউ তাকে কখনও ভুলতে পারেনা। পাশাপাশি সরকারও ভাল কাজের মুল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো। যোগদানকারী নির্বাহীকর্মকর্তাকে জনকল্যাণকর কাজ করা জন্য আহবান জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে টেকনাফ উপজেলাচেয়ারম্যান নুরুল আলমের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনায় সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংবাদিক ইউনিটিরি পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। উল্লেখ, গত ২০ মাস আগে উপজেলা নির্বাহীকর্মকর্তা হিসাবে মোঃ রবিউল হাসান টেকনাফে যোগদান করেন।
কক্সবাজার ভয়েস