নিজস্ব প্রতিনিধি : টেকনাফে বিজিবির মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মনজুরুল হাসান খান ও টেকনাফ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে র্যালীটি ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সোয়া ১১টায় উপজেলা কমপ্লেক্স হতে শুরু হয়ে বাস স্টেশনের ঝর্ণা চত্বর ঘুরে পুনরায় একি স্থানে শেষ হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর, পৌর প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, টেকনাফ থানার সেকেন্ড অফিসার দীপক দাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাসির উদ্দিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি সদস্য, শিক্ষার্থী-শিক্ষক-সাংবাদিক-পৌর আওয়ামীলীগ নেতাকর্মী, পৌর কর্মকর্তা-কর্মচারীগন এতে অংশগ্রহন করেন।