হুমায়ূন রশিদ / সামী জাবেদ : টেকনাফে বিজিবির অভিযানে ধৃত সন্দেহভাজন ব্যক্তিদের ছাড়িয়ে নিতে বিজিবির নামে চাঁদাবাজি করায় দুই ভূঁয়া বিজিবি সদস্যকে আটক করা হয়েছে।
২২ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) সহ কর্মকর্তারা জানান, টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানে গত ৩ আগষ্ট জনৈক মোঃ ওয়াস করিম (২৮) কে সন্দেহভাজন ইয়াবা পাচারকারী হিসেবে আটক করা হয়। এই সুযোগে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়ার আব্দুল গণির পুত্র মোঃ বাহাদুর (১৮) ও মৃত আলী আহমদের পুত্র মোঃ শামসুল আলম (২৫) এর যোগসাজশে ছাড়িয়ে নেওয়ার কথা বলে ওয়াস করিমের বোন জামাই হতে জনৈক ইবব্রাহীমসহ মিলে ২৫ হাজার টাকা গ্রহণ করে।
বিজিবি জিজ্ঞাসাবাদ শেষে ওয়াস করিমকে ছেড়ে দেয়। সে বাড়ি গিয়ে জানতে পারে তাকে ছাড়িয়ে নেওয়ার নামে চাঁদাবাজির কথা স্থানীয় বিজিবিকে অবহিত করে। পরে বিজিবি দীর্ঘ তদন্তের মাধ্যমে উপরোক্তদের মধ্যে বাহাদুর ও শামসুকে আটক করলেও ইব্রাহীমকে আটক করতে পারেনি।
এই ঘটনায় ইব্রাহীমকে (৪০) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত দুই ভূঁয়া বিজিবিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।