টেকনাফে বিজিবির উদ্যোগে ২শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়-দরিদ্র ২শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ ডিসেম্বর দুপুর ১২টায় হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির আওতাধীন এলাকার অসহায়-দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ। অনুষ্ঠান শেষে তালিকাভূক্ত ২শতাধিক পরিবারের অসহায়-দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের শীতের কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। ##