টেকনাফে বিজিবির অভিযান ; তিন কেজি আ*ই*স সহ দুই মা*দ*ক কারবারি আটক 

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ মাস আগে

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুইজনকে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

 

আটকরা হলেন, মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।

 

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। ওই তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে ওই সিএনজিটি তল্লাশীকালীন সিএনজির পেছনে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ১০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

 

জব্দকৃত মাদক ও আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।