টেকনাফে বিজিবির অভিযানে ৮হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২নারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রাশেদ মাহমুদ রাসেল, টেকনাফ |
টেকনাফে ৮হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নারীকে আটক করেছে বিজিবি।
১৯সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবির বিশেষ একটি টহল দল হেচ্ছারখাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের মন্ডুর বশির আহমদের মেয়ে গোলশার বেগম (৪৫) ও পরান আলীর মেয়ে হোসনে আরা (৩৫)কে আটক করে। পরে তাদের পরিহিত স্যান্ডেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ২৪লক্ষ ১৭হাজার ৪শ টাকা মূল্যমানের ৮হাজার ৫৮পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। আটককৃতদের পৃথক আইনের সংশ্লিষ্ট ধারার মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।