টেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

: বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফস্থ সাবরাং সেলিমের প্রজেক্ট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ সাহাদৎ হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত ১২ জুলাই ২০১৭ তারিখ ১৮০০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন পূর্বক পার্শ্ববর্তী প্যারাবনের ভেতর অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ১৮৪৫ ঘটিকায় দুইজন ব্যক্তি একটি ব্যাগ হাতে করে প্যারাবনের পাশ দিয়ে টহল দলের সামনে আসলে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত দৌঁড়ে প্যারাবনের ভেতর দিয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। অতঃপর ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যমানের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।