টেকনাফে বিজিবির অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ ২জন আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্রসহ দুই দুবৃর্ত্তকে আটক করেছে।

জানা যায়,২১জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ বিজিবি টহল দল হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার হেলালের বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি কিরিচসহ কালা মিয়ার পুত্র হেলাল উদ্দিন (৪৫) এবং ছৈয়দ আহমদের পুত্র বশির আহমদ (৪৪) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, স্থানীয় সুত্রের দাবী ধৃত হেলাল কথিত সোর্স এবং বশির চোরাকারবারী গ্রুপের সক্রিয় সদস্য ছিল। তারা বিশেষ সিন্ডিকেট করে এলাকায় নানা অপতৎপরতা চালিয়ে আসছিল।