টেকনাফ টুডে ডেস্ক :
বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, টেকনাফস্থ হাড়িয়াখালী হাফেজ উল্লাহর বাড়ির পার্শ্বে জংগলাকীর্ণ স্থানে ইয়াবা পাচারকারী কর্তৃক ইয়াবা ক্রয়-বিক্রয় করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার সৈয়দ এনায়েত আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজ ২৮ মার্চ ২০১৭ তারিখ ১৩০০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করে অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাচালানীরা দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল উক্ত এলাকা তল্লাশী করে আনুমানিক ১৩৩০ ঘটিকায় একটি ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
