আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড-পুলিশ পৃথক অভিযান চালিয়ে কারেন্ট জাল ও মাদকের চালান জব্দ করেছে।
১৪ জুলাই (বুধবার) বিকালে বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্ট বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বাহারছড়া শামলাপুর হয়ে টেকনাফ পাচারের সময় মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ৩২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে রাত পৌনে ১০ টায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান চালিয়ে কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে ওশান ওয়াচ নামক লেবু বাগানের উত্তরে রাস্তার উপরের চটের বস্তার ভিতরে হতে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়।
উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত পলাতক ও অজ্ঞাত মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান।