সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পর্দাপণে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে।
১৫ মার্চ বুধবার বিকালে থানার ঐতিহাসিক মাথিনের কূপ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খান।
বাংলাদেশ প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আরাফুজ্জামান, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনির, থানার উপ-পরিদর্শক এসআই আব্দুর রহিম,এসআই জয়নাল, এএসআই কাজী আব্দুল মালেক, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম স¤পাদক নুরুল হক,সাবেক অর্থ সম্পাদক আব্দুর রহমান ও কাইয়ুম প্রমুখ।