টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ১৮হাজার ৮শ পিস ইয়াবা বহনে জড়িত থাকায় চালকবিহীন একটি মাইক্রোবাস জব্দ করেছে।
১৭ জানুয়ারী (রবিবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশানস্থ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে একটি দল টেকনাফ পাওয়ার হাউজের পূর্বদিকে কায়ুকখালী পাড়া রোডে অভিযানে যায়। এসময় চালকবিহীন একটি মাইক্রো দাড়ানো থাকে এবং লোকজনের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে গাড়ির সীট বেল্টের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৮হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় চালক-হেলপার না থাকায় কাউকে আটক করা যায়নি এবং অবৈধ মাদকের মালিক কে তা সনাক্ত করা সম্ভব হয়নি।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণেল জন্য জব্দকৃত ইয়াবা ও মাইক্রো বাসটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশি।চত করেন। ###