টেকনাফ প্রতিনিধি ।
টেকনাফে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগ সভাপতি এবিএম আবুল হোসেন রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, সহসভাপতি আখতার হোসেন হীরু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরোয়ার আলম, সাধারন সম্পাদক আব্দুল হক, উপজেলা তাঁতী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মো. ইয়াছিন, টেকনাফ সদর ইউনিয়ক কৃষকলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হক, সাদ্দাম হোসেন প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল হক, রহমত উল্লাহ, মো. আলম, পংকজ শর্মা, নুরুল আমিন, নোমান, সুজায়েত, আব্দুস সালাম দিপু প্রমুখ। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।