টেকনাফে বন্য হাতির আক্রমনে এক ব্যক্তি আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নুরুল করিম রাসেল :
টেকনাফে বন্য হাতির আক্রমনে মো. সালাম (৪৫) এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের জাঁহালিয়া পাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। শুক্রবার ভোরে দুই সন্তানকে নিয়ে বাড়ি হতে মসজিদে ফজর নামাজ আদায় করতে যাওয়ার পথে তিনি হাতির আক্রমনে শিকার হন। তিনি মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, একটি বন্যহাতি বারবার গ্রামে হানা দিচ্ছে। বৃহস্পতিবার ভোরে হাতিটি কালা চাঁন (৮৫) নামে এক ব্যক্তিকে আহত করে। এর কয়েকদিন আগে তাদের পৈত্রিক বসত ভিটার গাছপালা দুমড়ে মুছড়ে ফেলে হাতিটি। এব্যাপারে বনবিভাগের কারো বক্তব্য জানা যায়নি।
টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান হাশেমী জানান, বনভুমিতে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন ও পাহাড়ে হাতির খাদ্যভান্ডার ধ্বংস করে ফেলার কারণে খাদ্যের সন্ধানে আশেপাশের লোকালয়ে হাতি চলে আসতে পারে।