নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে প্রোটেকশন অব রোহিঙ্গা রিফিউজি এ্যাডলোসেন্ট (পিআরআরএ) প্রজেক্ট এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। বাস্তবায়নকারী সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর নির্বাহী পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবুল মনসুর, সহকারী ক্যাম্প ইনচার্জ মো. আরিফুজ্জামান। সংস্থার সাইকোসোশাল কাউন্সিলর মুশফিকা সুলতানা ও মনিটরিং অফিসার নাসরিন আক্তারের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার আফরোজা আক্তার মনি। সংস্থা ও প্রকল্পের পরিচিতি, বর্তমান পরিস্থিতি তুলে ধরেন প্রোগ্রাম ডিরেক্টর এম এ করিম। সভায় সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ক্যাম্প-২৭ এ রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির এ্যাডলোসেন্টদের প্রকল্পটি বাস্তবায়িত হবে।