টেকনাফে প্রবাসীর জমি দখলে নিতে যুবলীগ নেতার অপতৎপরতা!

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যংয়ে প্রবাসীর জমি দখলে নিতে এক যুবলীগ নেতা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন। বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে অসহায় প্রবাসী পরিবারকে অতিষ্ট করে তুলছেন এই যুবলীগ নেতা। যুবলীগ নেতা কর্তৃক প্রবাসীর জমি দখলের অপচেষ্টায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উক্ত যুবলীগ নেতা স্থানীয় মৃত সিকান্দরের পুত্র হেলাল উদ্দিন আসিফ বলে জানা গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক পদে ছিলেন। তবে বর্তমানে যুবলীগের কোন পদে নেই। তার বিরুদ্ধে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানাগেছে,অভিযুক্ত হেলালের বিরুদ্ধে মাদক,অস্ত্র,হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের ভয়ে দীর্ঘ দিন ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন। মাদক বিরোধী অভিযান বন্ধ থাকায় হেলাল এলাকায় ফিরেছেন। তার ভাই জালালুদ্দিন এবং বোন জামাই আব্দুল খালেকও চিহ্নিত ইয়াবা কারবারী বলে জানা গেছে। জমি দখলের নেশায় মাদক মামলার পলাতক আসামী হেলাল নির্লজ্জভাবে প্রবাসী রমজান আলীকে ইয়াবা ব্যবসায়ী বলে বেড়াচ্ছে। তার রয়েছে নিজস্ব দা বাহিনী। এই বাহিনীর নেতৃত্বে প্রবাসী রমজান আলীর বসত-ভিটায় হামলা চালিয়ে জমি দখলে নিচ্ছে। ভুক্তভোগী প্রবাসী পরিবারকে এলাকা ছাড়ার অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি স্থানীয় জনপ্রতিনিধির সামনে প্রবাসীর স্ত্রী রাশেদা,চাচা আবু ছিদ্দিক, ভাই আক্তার,ভাগিনা শুক্কুরসহ বেশ কয়েকজনের উপর হামলা চালিয়ে বাড়ি-ঘরে ভাংচুর চালায়। এঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তথ্যানুসন্ধানে জানাযায়,হোয়াইক্যং মিনাবাজার এলাকার মৃত হাজী নুরুল বশরের পুত্র প্রবাসী রমজান আলী গেল বছর স্থানীয় মৃত মতিউর রহমানের পুত্র আবুল হাশেমের কাছ থেকে ১২ লক্ষ টাকা মূল্যে ১৫ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর ওই বছরই ৯শতক জমিতে ঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে প্রবাসী রমজান বসবাস করে আসছিলেন। বাকী ৬ শতক জমি প্রতিবেশী মৃত সিকান্দরের পুত্র স্থানীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন আসিফের দখলে ছিল। প্রবাসীর খরিদা জমি ছেড়ে দিতে বললে হেলাল তাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে।

প্রবাসীকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে হেলাল ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার অব্যাহত রেখেছেন। নেতা হওয়ার সুবাধে এই যুবলীগ নেতা প্রবাসীর খরিদা সম্পত্তির দখল ছাড়তে অপতৎপরতা চালাচ্ছে বলে ভুক্তভোগী প্রবাসী এবং এলাকাবাসীর অভিযোগ।

অভিযুক্ত হেলাল উদ্দিন আসিফ জানান,প্রবাসী রমজান আলী এবং আমার মধ্যে জমি সংক্রান্ত ছোটখাটো সমস্যা চলছে। বিষয়টি স্থানীয় মেম্বারের কাছে বিচারাধীন রয়েছে।

স্থানীয় মেম্বার শাহ আলম জানান,উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। যা আমার কাছে বিচারাধীন। তবে তিনি প্রবাসী রমজান আলী ইয়াবার সাথে কোন ধরণের সম্পৃক্ততা নেই বলে জানান।

জানতে চাইলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নূরুল আলম বলেন,প্রবাসী রমজান এবং হেলালের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। যুবলীগ নেতা কর্তৃক প্রবাসীকে হুমকি ধমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি উক্ত প্রবাসীকে আইনী ব্যবস্থা গ্রহণে পুলিশের সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন।

এদিকে টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নূরুল আলম জানান,হেলাল যুবলীগের কোন পদে নেই। দলের নাম পরিচয়ে নিরীহ লোকজনকে হয়রানীর কোন সুযোগ নেই। এই ধরণের কর্মে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#