Monday, January 17, 2022
Homeটেকনাফটেকনাফে প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সিফাতের ১ম ট্যালেন্টপুল অর্জন

টেকনাফে প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সিফাতের ১ম ট্যালেন্টপুল অর্জন

টেকনাফে প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০১৬সালের প্রকাশিত ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল স্কুলের সিফাত ১ম ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
গত ২২ডিসেম্বর টেকনাফে অনুষ্ঠিত ৩য় শ্রেণীর আন্তঃউপজেলা প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষার ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের মোঃ রিয়াজীম আজাদ সিফাত ১ম ট্যালেন্টপুল অর্জন করেছে। সে উপজেলার হ্নীলা ফুলের ডেইল গ্রামের মরহুম আলহাজ্ব সোলতান আহমদ সওদাগরের নাতি এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন আজাদ ও জান্নাতুল মাওয়া দম্পতির বড় সন্তান। সে এই সফলতার জন্য স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও গৃহ শিক্ষকের নিকট কৃতজ্ঞ। আগামীতে সে সকলের নিকট দোয়া প্রার্থী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments