নুরুল আলম, টেকনাফ::
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহার ছড়া গ্রামের মাওঃ মকতুল হোছাইনের প্রতিবন্ধী পুত্র সিরাজ মিয়া(১৭) নিখোঁজ হয়েছেন। সে ২২ মার্চ হোয়াইক্যং হারাংখালী বোনের বাসা হতে নিজ বাড়ীতে আসার কথা বলে বাহির হয় ।
সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়ি সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা,পরনে পুল প্যান্ট,ও পুল শার্ট ছিল। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি হারানো ডায়েরী করা হয়েছে নং ১২৩০ তারিখ-২৫/৩/২০১৭। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নি¤œ মোবাইল ফোন নম্বরে (০১৮৩৯৪১৪০৩২,০১৮৪৫৬৭৮০৫২) যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
