টেকনাফে পৃথক অভিযানে বিপূল পরিমাণ ই-য়া-বা নিয়ে নারীসহ দুই মা-দ-ক কারবারী আটক ; পলাতক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৮ মাস আগে

হুমায়ূন রশিদ : কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর পৃথক দল অভিযান চালিয়ে ১লক্ষ ৩০হাজার ১শ ২২পিস ইয়াবা নিয়ে মহিলাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৩ জুন দুপুর পৌনে ১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে র‌্যাবের আভিযানিক দল একটি প্লাস্টিকের বস্তাসহ লম্বাবিলের আব্দুর রশিদের পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (১৪) কে আটক করতে সক্ষম হলেও তার আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক মাদক কারবারীর হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১লাখ ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদ্বয় দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানের সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ করে আসছিল।

অপরদিকে বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এবং ১৬ এপিবিএন এর সমন্বয়ে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ১শ ২২পিস ইয়াবাসহ জাদিমোড়ার মৃত ঠান্ডা মিয়ার মেয়ে মাদক কারবারী নুর জাহান প্রকাশ জিঞ্জিরা বুড়ি (৫২)কে ১শ ২২পিস ইয়াবাসহ আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###