টেকনাফে পৃথক অভিযানে দুই রোহিঙ্গা ভিকটিম উদ্ধার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে ১৬এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
সুত্র জানায়,২৬ অক্টোবর (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২২নং ঊনছিপ্রাং ক্যাম্পের বøক-ডি/৪, রোম নং-১৪৮ এর বাসিন্দা আলী জোহারের পুত্র রোহিঙ্গা ভলান্টিয়ার মোঃ আব্দুল্লাহ (২৪) কে বøক-ডি/২ তে ডিউটিকালীন স্থানীয় শাহ আলমসহ অজ্ঞাতনামা ৪/৫জন দুষ্কৃতকারী অপহরণ করে নিয়ে যায়। এই খবর পেয়ে উনচিপ্রাং ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কয়েকটি টীম অভিযান চালিয়ে ডি-বøক সংলগ্ন পাহাড় থেকে ভিকটিম আবদুল্লাহকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে গত ২৫অক্টোবর রাত পৌনে ১২টারদিকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে বøক-এ/৫ এর বাসিন্দা মৃত বশরের পুত্র একরাম (২২) কে ৪/৫জন স্বশস্ত্র সন্ত্রাসী গ্রæপের কবল থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর করে অপহরণকারীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ###